ধামইরহাটে খোলা বাজারে আটা ও চাল বিক্রি,আটার ব্যাপক চাহিদা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২১ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২১

সারাদেশের ন্যায় ধামইরহাটে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) কার্যক্রম চালু হয়েছে গত ২৪ জুলাই থেকে। প্রতিদিনই রাস্তায় উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। ধামইরহাট পৌরসভার অভ্যন্তরে ৩ টি পয়েন্টে ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলছে। প্রতি পয়েন্টে প্রতিদিন বিক্রির জন্য দেড় মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বরাদ্দ রাখা হয়েছে।

প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে মাথা পিছু ৫ কেজি করে বিক্রয় করা হচ্ছে। চালের তুলনায় আটার চাহিদা বেশী থাকায় আটা বিক্রিতে ডিলারদের হিমসিম খেতে হচ্ছে। চাহিদার তুলনায় কম আটা সরবরাহ থাকায় লাইনে দাঁড়িয়ে আটা না পেয়ে খালি হাতে ফিরে যাওয়া ক্রেতাগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আটার সরবরাহ বৃদ্ধির আবেদন জানিয়েছেন।

ধামইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান জানান, সরকারি বিধি মোতাবেক সুষ্ঠুভাবে ওএমএস কার্যক্রম পরিচালনার কঠোর নির্দেশনা আছে।’