বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতার সকল ক্ষেত্রে প্রেরণার উৎস ----- শহীদুজ্জামান সরকার এম.পি

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২১ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা’র ৯১ তম জন্মদিবসে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতার সকল ক্ষেত্রে প্রেরণার উৎস।
এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন নারীকে সেলাই মেশিন ও ২ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন সাংসদ শহীদুজ্জামান সরকার।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ওসি আবদুল মমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, ট্রেড ইন্সট্রাক্টর আলতাব হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।