রংপুরে জাহাজ কোম্পানি মোড়ের নামের সাথে মিল রেখে ভাস্কর্য নির্মানের দাবি

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২১ | আপডেট: ৫:২২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুর নগরীর জাহাজ কোম্পানী মোড়ের নামের সাথে মিল রেখে ঐ মোড়ে দৃষ্টিনন্দন ও নান্দনিক ভাস্কর্য নির্মানের দাবি জানিয়েছে সৃষ্টি সংঘ।

রবিবার (০৮ আগস্ট) পূর্ব কামাল কাছনা চিড়ার মিল গলি এলাকায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে এ দাবি জানায় অরাজনৈতিক এ সংগঠনের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট এলাকাবাসী।

এসময় সৃষ্টি সংঘের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলী আশরাফের স্ত্রী ও সংগঠনের উপদেষ্টা জেনিফার আলী, প্রকৌশলী দেওয়ান লুৎফুর রহমান, একে এম তারিকুর রহমান কাঁকন, সাধারণ সম্পাদক নয়ন রঞ্জন সরকার, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রকিসহ স্থানীয়রা।

এসময় তারা বলেন, জাহাজ কোম্পানি মোড়ের একটি নান্দনিক ভাস্কর্য আধুনিক নগরীর রুপ সৈর্ন্দর্য বৃদ্ধি করতে পারে। সংগঠনের প্রানের দাবিটিকে আমলে নেয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।