ধামইরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২১ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট বেলা ১১ টায় হাসপাতালের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি জাতীয় সংসদের সিনিয়র প্যানেল স্পিকার মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আবদুল মমিন, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ, মেডিকেল অফিসার সামিউল হাসান, সঞ্চালক স্যানিটারী  ইন্সপেক্টর আনিছুর রহমান, টিএলসিএ আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ মাতৃমৃত্যু রোধ কল্পে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুরোধ জানান এবং মায়ের বুকের দুধই শিশুর প্রধান পুষ্টিকর খাদ্য তাই শিশুকে প্যাকেটজাত দুধের পরিবর্তে শতভাগই মায়ের বুকের দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা পালনের আহবান জানান।