ধামইরহাটে প্রাইভেটকারে ফেন্সিডিল বহনকালে আটক-০১

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২১ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২১

নওগাঁর ধামইরহাটে প্রাইভেটকারে ফেন্সিডিল বহনকালে পুলিশ হাতে আটক হয়েছে এক মাদক ব্যবসায়ী। ১৭ আগস্ট সকালে নানাইচ মোড়ে এই ঘটনা ঘটে। থানা পুলিশ ফেন্সিডিলসহ গাড়ীর চালক মাদক ব্যবসায়ীকে আটক করে।
 থানা সূত্রে জানা যায়, ১৭ আগস্ট মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই নাজমুল, এস আই মাসুদ রানা ও এ এস আই সাজ্জাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপজেলার নানাইচ এলাকায় ২৫ বোতল ফেন্সিডিল ও মাদক ব্যবসায়ী গাড়ীর চালক স্বপন মিয়া (৩৬) কে সহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী গাজীপুর জেলার  শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ী গ্রামের ফিরোজ রহমানের ছেলে।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেট কার চালক সেজে ওই মাদক ব্যবসায়ী ইতিপূর্বেও একাধিক বার ধামইরহাট সহ বিভিন্ন এলাকা থেকে প্রাইভেটকারে ফেন্সিডিল ঢাকায় নিয়ে যেত বলে স্বীকারোক্তি প্রদান করেছে। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং-৩৩, তারিখ- ১৭/০৮/২১।