ধামইরহাটে অস্বচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের খাদ্য সহায়তা প্রদান

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২১ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে মুজিব বর্ষ উপলক্ষে অস্বচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২৫ আগস্ট দুপুর ১২ টায়  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র উদ্যোগে ৬০ জন অস্বচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ ও সাবান বিতরণ করেন ধামইরহাট পৌসভার মেয়র মো. আমিনুর রহমান।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরমসহ ভিডিপি সদস্য, দলনেতাগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


বিতরণকালে ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, সরকারের পাশাপাশি আমরা জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছি, তাদের সকলেই এই মহামারী পরিস্থিতিতে অসহায়দের পাশে দাড়ানো উচিত।