ধামইরহাটে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলায় দৃষ্টি নন্দন গরুর সমাহার

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২১ | আপডেট: ৯:৪২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২১

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলায় দৃষ্টি নন্দন গরুর সমাহার দেখা গেছে। দেশী-বিদেশী বিভিন্ন গরু, ছাগল, কবুতর সহ প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা ১৩ আগস্ট বেলা ১১ টায়  চকময়রাম স্কুল মাঠে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে মেলা প্রদর্শণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও জাতীয় সংসদের সিনিয়র প্যানেল স্পিকার মো. শজীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী,  ভেটেরিনারী সার্জন ডা. রিপা রানী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, শাহজাহান আলী কমল, ইমরুল কায়েস বাদল, আব্দুস সালাম, পৌরসভার কাউন্সিলর আব্দুল হাকিম, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, জাহানপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি লুইসার রহমান, সম্পাদক গোলাম কিবরিয়া, খামারি এসোসিয়েশনের সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, সহ-সভাপতি আবু সাইদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ। পরে খামারিদের ক্যাটাগরি ভিত্তিতে সনদপত্র প্রদান করা হয়।