ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোঃ ফরিদুজ্জামান

আবু মুসা স্বপন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আবু মুসা স্বপন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি আবু মুসা স্বপন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ন, ১৯ জুন ২০২১ | আপডেট: ৪:৪১ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন মো. ফরিদুজ্জামান। ইতিপূর্বে দায়িত্বপালনকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান বিধি মোতাবেক অবসর গ্রহন করায় মোঃ ফরিদুজ্জামান অধ্যক্ষ পদে স্থলাভিষিক্ত হলেন।

তিনি অধ্য্যক্ষ পদে দায়িত্ব পালনে শিক্ষক সমাজ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন । নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মো. ফরিদুজ্জামান তাঁর দায়িত্ব পালনকালে কলেজের শিক্ষা ব্যাবস্থায় ব্যাপক অগ্রগতি আনবেন বলে সূধীমহল প্রত্যাশা ব্যক্ত করেন।

কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা পূরণে নিজেকে উৎস্বর্গ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আছেন জানিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদুজ্জামান বলেন, স্বল্প সময়ের জন্য এই মহান গুরু দায়িত্ব পেয়ে মহান আল্লাহর দরগায় শুকরিয়া আদায় করছি,।

চাকুরীকালের শেষ মুহুর্তে প্রাণের চেয়ে প্রিয় কর্মস্থলে মনপ্রাণ উজাড় করে শ্রম দিয়ে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।