ধামইরহাটে মহিলা ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১:০৮ পূর্বাহ্ন, ০৫ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে করোনা মহামারী পরবর্তী পরিস্থিতিতে ও সরকারি নির্দেশনা যথাযথ ভাবে পালনের লক্ষে অভিভাবক সমাবেশ করেছে ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ। স্বাস্থ্য বিধি মেনে ২৩ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে সংক্ষিপ্ত আকারে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও শিক্ষার্থীদের রুটিন মাফিক কলেজগামী করা, লেখা পড়ায় বিশেষ মনোযোগ সৃষ্টি, শিক্ষক ও শিক্ষার্থীদের করনীয় সহ নানামূখী আলোচনা করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রকৌশলী ড. ফিজার আহমেদ, তিনি উচ্চ মাধ্যমিক ও  স্নাতক পর্যায়ের শিক্ষকদের সাথেও কলেজের শিক্ষার মান উন্নয়নে পৃথক পৃথক মত বিনিময়ও করেন। অভিভাবক সমাবেশে এ সময় কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, আব্দুর রাজ্জাক, প্রভাষক এসসি আলবার্ট সরেন, প্রভাষক আমিনুল ইসলাম, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক হানিফুল ইসলাম, শাহিন আখতার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন সহ অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।