নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২১ | আপডেট: ৪:৩২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

দেশে করোনা পরিস্থিতি অনুকূল হলে সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি কমে আসলে সংক্ষিপ্ত সিলেবাস ও সংক্ষিপ্ত সময়ের মধ্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তায় এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি নেয়ার পরিকল্পনা রয়েছে।তিনি জানান, তিন‌টি বিষ‌য়ে অ‌্যাসাইন‌মে‌ন্টের মাধ‌্যমে এসএস‌সি ও ছয়‌টি বিষ‌য়ে এইচএস‌সির মাধ‌্যমে মূল‌্যায়ন করা হ‌বে।


শিক্ষামন্ত্রী আরও বলেন, তবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে আগের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে ফলাফল দেয়া হবে। সে সময় পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় হবে, এতে পরীক্ষার্থীদের চয়েজ বেশি থাকবে। ১০০ নম্বরের বদলে ৫০ নম্বর করা হবে। এরপর ১০০ নম্বরে কনর্ভাট করে নেওয়া হবে।

এছাড়া অ‌্যাসাইন‌মে‌ন্টে যে শিক্ষকরা ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেবে সেই শিক্ষক বা বিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।