গাজায় ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১,০৪৫ জনে

News desk
News desk News desk
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৪ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

গাজা উপত্যকা (ফিলিস্তিন), ১০ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক) : ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, অবরুদ্ধ এ ভূখ-ে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা লড়াইয়ে কমপক্ষে ৩১,০৪৫ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় নতুন করে ৮৫ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৩০,০৪৫ জনে দাঁড়ালো।
এতে আরো বলা হয়, ইসরাইলে হামাসের হামলার মধ্যদিয়ে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৭২,৬৫৪ জন আহত হয়েছে।