আফগানিস্তানে ট্যাঙ্কারের সাথে বাসের সংঘর্ষে নিহত ২১, আহত ৩৪

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৪ | আপডেট: ২:২৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রোববার তেল ট্যাঙ্কার ও মোটরবাইকের সাথে একটি বাসের ধাক্কায় ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা, মহাড়কগুলোতে বেপরোয়া গাড়ি চালানো এবং নিয়ম না মেনে চলার কারণে দেশটিতে প্রায় দুর্ঘটনা ঘটতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রাদেশিক তথ্য বিভাগ জানায়, ‘রোববার সকালে ট্যাঙ্কার, মটরসাইকেল ও একটি বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।’
এতে আরো বলা হয়, হেলমান্দ প্রদেশের গ্রীশক জেলার হেরাত-কান্দাহার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হেলমান্দ গভর্নর মুখপাত্র মোহাম্মাদ কাসিম রিয়াজ এএফপি’কে বলেন, এ সংঘর্ষে গাড়িগুলোতে আগুন ধরে যায়।