লোহিত সাগরে ইয়েমেনের চারটি ড্রোন ধ্বংস: যুক্তরাষ্ট্র

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৪ | আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

মার্কিন সামরিক বাহিনী বুধবার বলেছে, লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বাহিনীর পাঠানো চারটি ড্রোন ধ্বংস করেছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স-এ এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী সানা সময় রাত ২টার (২৩০০জিএমটি) দিকে ‘চারটি দূরপাল্লার ড্রোন’ ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র বা জোট বাহিনীর জাহাজে কোন আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রগুলো এই অঞ্চলে বাণিজ্য জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।  
এতে বলা হয়,‘এই পদক্ষেপগুলো নেভিগেশনের স্বাধীনতা রক্ষা করতে এবং মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্য জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ এবং আরও সুরক্ষিত করার জন্য নেওয়া হয়।’