কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ধাক্কায় মহিলার মৃত্যু, ঘাতক আটক

এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম  প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম প্রতিনিধি এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২১ | আপডেট: ১০:২৫ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২১

কুড়িগ্রামের উলিপুরে জমি থেকে সরকারি রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটির সময় একরামুল নামের এক ব্যাক্তির ধাক্কায় জরিনা বেগম নামের এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত জরিনা বেগম (৬৬) ধামশ্রেনী ইউনিয়নের বিষ্ণুবল্লভ তেলিপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত একরামুল নামের ঐ ব্যক্তিকে আটক করেছে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, আবুল হোসেন ও নিহত জরিনা বেগমের ছেলে অটো চালক বাদশা মিয়ার (৪৭) বাড়ি যাওয়ার সরকারি রাস্তায় গর্ত তৈরি হয়। এতে করে বাদশা মিয়ার অটোরিকশা যাতায়াতসহ জনসাধারণের পথ চলতে মারাতক অসুবিধায় পড়তে হয়।

সোমবার সকালে রাস্তা সংলগ্ন একরামুলের জমি থেকে গর্ত ভরাট করতে মাটি কাটতে শুরু করেন বাদশা মিয়া। এসময় জমির মালিক একরামুল এসে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। ছেলের সঙ্গে ঝগড়া লাগার খবর পেয়ে বাদশার মা জরিনা বেগম সেখানে এসে নিবৃত করার চেষ্টা করেন। এক পর্যায়ে একরামুল জরিনাকে ধাক্কা দিলে রাস্তার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এরপর খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একরামুলকে আটক করে পুলিশ।