ভূরুঙ্গামারীতে ৫১টি পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর উপহার

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি:
এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি: এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ন, ২০ জুন ২০২১ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪



 

প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া ৫১ টি নতুন ঘর পেলেন ভূরুঙ্গামারী উপজেলার ভূমিহীন এবং অসহায় পরিবার।


রবিবার (২০ জুন) সকালে ভূরুঙ্গামারী  উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী মানুষের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণভবন প্রান্ত হতে সারাদেশে  যুক্ত হবার পর   উপকারভোগীদের হাতে ঘরগুলো চাবি  এবং দলিল  হস্তান্তর করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা,


উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম  , ভূরুঙ্গামারী  থানার ওসি মোঃ আলমগীর হোসেন , ভূরুঙ্গামারী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমান,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহাম্মেদ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল  সহ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


ভূরুঙ্গামারী  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমান  জানান, সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ৫১টি ঘরের জন্য গড় প্রতি ব্যয় হয়েছে   ১ লাখ ৭১ হাজার টাকা এবং ৫টি ঘরের নির্মান কাজে ব্যয় হয়েছে গড় প্রতি ১ লাখ ৯০ হাজার টাকা।