নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ন, ২০ জুন ২০২১ | আপডেট: ১১:১৩ অপরাহ্ন, ২০ জুন ২০২১

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনা শনাক্ত হওয়ার কথা রবিবার মাহবুব তালুকদার নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, আমার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।

মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দিন বলেন, নির্বাচন কমিশনার কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, শনিবার মাহবুব তালুকদারের জ্বর থাকায় রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে রক্তে অক্সিজেনের মাত্রা একটু কম দেখা দেওয়ায় তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রবিবার দুপুরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

মাহবুব তালুকদার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন। এ সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত করেন।