মহালছড়িতে ইউপি নির্বাচনে স্থগিত হওয়া ১টি কেন্দ্রে ৩০ডিসেম্বর পূনঃ ভোট

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২:২৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় স্থগিত হওয়া ১টি কেন্দ্রে ৩০ডিসেম্বর পূনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের স্থগিত হওয়া কেন্দ্রটির ভোট পূনরায় ৩০ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

গত ২৮নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাইসছড়ি ইউপিতে মোট ৯টি কেন্দ্রের মধ্যে ১টি কেন্দ্র ভোট জালিয়াতির অভিযোগে স্থগিত ঘোষণা করা হয়। বাকি ৮টি কেন্দ্রের ফলাফলে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন ২১২২ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে সাজাই মারমা পেয়েছেন ৩৩২১ভোট। স্থগিত এ কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩০৫জন।