রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের রায় অনুসরণ করা হবে

New Desk
New Desk New Desk
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৪ | আপডেট: ৩:৩৬ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ঢাকা, ১০ মার্চ, ২০২৪ (বাসস): রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের রায় অনুসরণ করা হবে। 
আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এতে উল্লেখ করা হয়, রায়ের কপি পেলে এটর্নি জেনারেলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। 
উল্লেখ্য, গত ৮  ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে চলতি বছরের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।