ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তীর জন্য ওবাইদুল কাদেরের দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ২০ জুলাই ২০২১ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

এবাররে ঈদযাত্রায় ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রি মোঃ ওবাইদুল কাদের। 

তিনি বলেন চলমান লকডাউনের কারণে এবারের ঈদে পন্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলের কারনে যানবাহনের চাপ বেশি হওয়ায়  এমন সমস্যা হয়েছে।

আজ মঙ্গলবার ( ২০ জুলাই) তার নিজ বাসায় ব্রিফিংকালে এমন মন্তব্য করেন। 

তিনি বলেন বৃষ্টি এবং পশুবাহী গাড়ী ধীর গতিতে চলাচল করার কারনে, ঢাকা- টাঙ্গাইল এবং ঢাকা-গাজীপুর রোডের কিছু কিছু জায়গাতে যাত্রীদের ভোগান্তীতে পড়তে হয়েছে এবং হচ্ছে। কোথাও থেমে থেমে গাড়ী চলছে।  পরিবহন মালিক ও শ্রমিকদের শর্ত মেনে গাড়ী চালানোর আহবান জানান তিনি।

মন্ত্রী বলেন ঈদের আগের দিন হওয়ায় মহাসড়কে যাত্রীর চাপ আরো বাড়তে পারে। এ জন্য তিনি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে  ধৈর্যের সাথে  পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান।