সাপাহারে স'মিলের ব্লেড লেগে যুবকের হাত দ্বি খন্ড !

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২২ | আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন, ০৫ মে ২০২৪

নওগাঁর সাপাহারে স'মিলের ব্লেড লেগে বাম হাতের কনুইয়ের নিচে হাড়সহ কেটে পার হয়ে আরাফাত (৩০) নামে এক যুবক  গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আশড়ন্দ বাজারের স'মিলে। আহত আরাফাত উপজেলার গৌরীপুর গ্রামের ওমর আলীর ছেলে বলে জানা গেছে। 


এলাকাবাসী জানান,  সোমবার বিকেলে আরাফাত তার বাড়ীর গাছ ফাটাতে আশড়ন্দ বাজার স'মিলে নিয়ে আসে। পরে স'মিলে কর্মরত কারিগরেরা আরাফাতকে তাদের সাথে সহযোগীতা করতে বলে। পরে গাছ স'মিলের পাটাতনে উঠাতে গিয়ে ব্লেডে আঘাত লাগে। ব্লেড লাগার সাথে সাথে বাম হাত কেটে পার হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শুধুমাত্র সামান্য চামড়া লেগে আছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকগন।


পরে প্রাথমিক চিকিৎসা প্রদান করে গুরুতর আহত অবস্থায়  আরাফাতকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।