ধামইরহাটে ৫৬০ জন কৃষককে প্রনোদনা বিতরণ উদ্বোধন

আবু মুছা স্বপন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আবু মুছা স্বপন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি আবু মুছা স্বপন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ০১ জুলাই ২০২১ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ০১ জুলাই ২০২১

ধামইরহাটে ৫৬০ জন কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।খরিপ-২/ ২০২১ -২২ মৌসুমে কৃষি প্রণোদনোর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ৪৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধান বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার এবং ১১০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড (৭০০৬) ধান,২০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী ও উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিনা পারভিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ এমরান আলী প্রামানিক, কৃষি দপ্তরের সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আলেফ উদ্দিন, উপসহকারী কৃর্ষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর রাব্বী, মাসুদ রানা এবং উপকারভোগী কৃষক বৃন্দ।