আনসারুল্লাহ বাংলা টিম’ এর একজন সক্রিয় সদস্য গ্রেফতার

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ৭:১৩ অপরাহ্ন, ০৪ মে ২০২৪

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
এটিইউ’র একটি দল নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত মো.  শরিফ উল্যা (২০) উপজেলার মীরআলীপুর গ্রামের মৃত মফিজ মিয়ার পুত্র। তার কাছ থেকে সংগঠনের প্রচার-প্রচারণার কাজে ব্যবহৃত ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি সিম কার্ড জব্দ করা হয়েছে। 
শরিফ উল্যা কথিত ইসলামী বক্তা জসীম উদ্দিন রাহমানীসহ বিভিন্ন বক্তার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর সমর্থক ও সদস্য হয়। সে ফেইসবুক আইডি এবং ফেইসবুক গ্রুপ ব্যবহার করে ‘আনসারুল্লাহ বাংলা টিম’র পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণা ও উগ্রবাদি পোষ্ট করে আসছিলো। সে ও তার সহযোগীরা এ সংগঠনের পক্ষে নোয়াখালী জেলার চৌমুহনী বাজার ও পৌরসভা এলাকায় ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদকে পুঁজি করে বাংলাদেশের সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র ও নিজেদেরকে সংগঠিত করার চেষ্টা করে আসছিলো।
তার বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।