মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭০হাজার টাকা অর্থদন্ড

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১:৫৮ অপরাহ্ন, ০৪ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে কৃষিজমি হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ইউনুছ মিয়া নামে এক বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(২৮ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার ডেপুয়াপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। কৃষিজমি থেকে সাদা বালু উত্তোলনের দায়ে ডেপুয়াপাড়ার মো. ইউনুছ মিয়া, পিতা-আবদুর রহিমকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭০হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে বালু উত্তলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনকারী কাউকে সুযোগ দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।