মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে ১লাখ টাকা জরিমানা,৪টি ট্রাক্টর জব্দ

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২২ | আপডেট: ৪:১২ অপরাহ্ন, ০৪ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সদরের ওয়াছু এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাহাড়ের মাটি কেটে অন্যত্র বিক্রি করার দায়ে নেপাল ত্রিপুরা নামে এক ব্যাক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার(১৭ জানুয়ারী) বিকালে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) এবং ১৫/১ধারায় ১লাখ টাকা জরিমানা করা হয় একই সাথে মাটি কাটার মালামালসহ মাটি বহনের কাজে ব্যাবহার করা ৪টি ট্রাক্টর জব্দ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, সরকারের অনুমোদন বিহীন অবৈধভাবে মাটি কাটাসহ অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।