ঘোড়াঘাটে ২ জন আটক,ফেনসিডিল বহনকারী ভূট্টার ট্রাক জব্দ

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ১৭ জুন ২০২১ | আপডেট: ৯:১৯ অপরাহ্ন, ১৭ জুন ২০২১

দিনাজপুর ঘোড়াঘাটে ৩০ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক এবং ভূট্টা বোঝায় ঢাকা মেট্রো- ট- ১৫-৭৮৪১ নামক একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ।


আটককৃত দুই জন চিলিরবন্দর নানিয়াটেকর কোনপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ট্রাক চালক মোঃ রবিউল ইসলাম(৩৬) এবং অপর জন খানসামা দঃ বালাপাড়ার মৃত আতাবুদ্দিন এর ছেলে হেলপার  মোঃ আঃ বারেক(৩৭) তাদের উভয়ের জেলা দিনাজপুর বলে জানা গেছে।


থানা পুলিশ সূত্রে জানাযায়,বৃহস্পতিবার (১৭ জুন) রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় নিয়মিত রাত্রি কালিন ডিউটি করার সময় এসআই হাসেম এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘোড়াঘাট গোবিন্দগঞ্জ  আঞ্চলিক মহাসড়কের বুলাকী পুর ইউপির বেগুনবাড়ি নামক মোড়ে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নবাবগঞ্জের দিক থেকে আসা ট্রাক টিকে থামানোর সংকেত দিলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে, ট্রাকটি থামিয়ে চালক এবং হেলপার পালানোর চেষ্টা করে।পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি করলে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত প্লাস্টিকের বস্তার মধ্যে ৩০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।আটককৃত আসামিরা উদ্ধারকৃত ফেনসিডিল নিজেদের বলে জানায় এবং তা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।


ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিম উদ্দিন জানান,ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ দুই জনকে আটক করা হয়েছে এবং অপর একজন পলাতক রয়েছে।আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য পরিবহন ও নিজ দখলে রাখার দায়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত দের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।