ঘোড়াঘাটে ৪০ লিটার চোলাই মদ সহ আটক ১

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

দিনাজপুর ঘোড়াঘাটে ৪০ লিটার চোলাই মদসহ সুজন পাহান (২৫) নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৮সেপ্টেম্বর)রাত ৭:৩০ ঘটিকায় উপজেলার মাঝিয়ান খা-পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।সুজন পাহান জয়পুর হাট জেলার রাজবাড়ির মৃত বিমল পাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দুলু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ২ নং পালশা ইউপির মাঝিয়ান পাড়ার খাঁ- পুকুর নামক স্থানে চৌরাস্তা সংলগ্ন ১৭ কিঃমিঃ ফলকের পার্শ্বে ঘোড়াঘাট টু হাকিমপুর গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হাতেনাতে ৪০ লিটার চোলাই মদ সহ সুজন পাহান কে আটক করে থানা পুলিশ।পরে উদ্ধার কৃত চোলাই মদ সহ তাকে থানায় নিয়ে আসা হয় বলে জানায়।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির জানান, চোলাই মদ সহ সুজন পাহান কে আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক আসামির নামে একটি মামলা রুজু করা হয়েছে।রোববার দুপুরে আটককৃত আসামিকে বিজ্ঞ  বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।