বান্দরবানের আলীকদমে র‌্যাবের অভিযানে ৫লাখ ইয়াবাসহ আটক-২

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২১ | আপডেট: ৩:৩৬ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে র‌্যাপিড একশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭) আলোচিত রোহিঙ্গা কবির হাজীর বাড়ি থেকে ৫লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। 

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে(০১ অক্টোবর) র‌্যাব সদস্যারা উত্তর পালং পাড়ায় কবির হাজীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জনকে আটক করা হয়।

অভিযানে কবির হাজীর ছোট ছেলে মনির হোসেন এবং শফিউল্লাহ নামে এক কাজের ছেলেকে আটক করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কবির হাজী একজন চিহ্নিত রোহিঙ্গা নাগরিক।স্থানীয়ভাবে প্রচুর অর্থবিত্ত ও জমির মালিক।

কবির হাজী বড় ছেলে মোহাম্মদ আলী সৌদি প্রবাসী। বাকী ৩সন্তান মোহাম্মদ নূর, মোহাম্মদ নবী ও মনির হোসেন ইয়াবা ব্যবসায়ী। এর আগে মোহাম্মদ নূর ও মোহাম্মদ নবী ইয়াবাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন জানান, র‌্যাব সদস্যরা অভিযানের পর জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের নিয়ে থানায় আসলেও জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব তাদেরকে নিয়ে যায়। জব্দকৃত ইয়াবা কিংবা আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি।