পলাশবাড়ীতে ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ২৯ জুন ২০২১ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে এক অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ মাদক দুই ব্যবসায়ী নাতে-নাতে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমানের নির্দেশে এসআই জিয়ারুল হকের নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবলসহ সোমবার রাতে (২৮ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।

পলাশবাড়ী পৌরশহরের গাইবান্ধা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা পরিষদ গেইট সামনে একটি চাইচ মাইক্রোবাস দাঁড়ালে মাদক ব্যবসায়ী দু’যুবক স্কুলব্যাগ নিয়ে পালানো চেষ্টা করে। এসময় স্কুল ব্যাগে থাকা ৯০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আবু তাহের বাবু (১৯) এবং গোলাম রব্বানীকে (২০) আটক করা হয়।

আটককৃত আবু তাহের উপজেলার কিশোরগাড়ী ইউপির ফলিয়া লোকমানপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে এবং গোলাম রব্বানী উপজেলার মহদীপুর ইউপির মহদীপুর গ্রামের রনজু মিয়ার ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আসামীদেরকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।