গোবিন্দগঞ্জে ২০০ গ্রাম গাঁজাসহ অটোভ্যান আটক

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ০২ জুলাই ২০২১ | আপডেট: ৯:৫১ অপরাহ্ন, ০২ জুলাই ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশে এক অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে অটোভ্যান সহ আটক করেছে। 

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ থানার বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ২ জুলাই শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে রাজাহার ইউনিয়নের পানিতলা সড়ক দিয়ে যাওয়ার পথে অটোভ্যানকে সিগনাল দিলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুন্নবী অটোভ্যানের উপর আনুমানিক ২০০ গ্রামের একটি গাঁজার টোপলা ফেলে রেখে পালিয়ে যায়। এসময় ২০০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহৃত অটোভ্যানটি আটক করে পুলিশ। 

বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী পানিতলা এলাকায় গাঁজাসহ অটোভ্যান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে। 

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামের নিজাম উদ্দিনের ছেলে পলাতক মাদক ব্যবসায়ী নুরুন্নবী পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভ্রাম্যমান হিসাবে অটোভ্যানে চলাচলের মাধ্যমে দীর্ঘদিন থেকে চাহিদামত গাঁজাসহ মাদকদব্য বিক্রি করে আসছে। এলাকায় মাদক নির্মূল করতে পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুন্নবীকে আইনের আওতায় আনার জন্য তারা দাবী জানান।