সাপাহারে নেশা জাতীয় টাপেন্টা সহ আটক -৩

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২১ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২১

নওগাঁর সাপাহারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭১ পিস নেশা জাতীয় টাপেন্টা সহ তিনজন মাদক ব্যবাসায়ীকে  আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার তিলনা রোডের শারমিন ফার্মেসীর মালিক আব্দুল জলিল (৩০), উপজেলার ওড়নপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে মহাব্বাত আলী (৩০) ও উপজেলার রায়পুর গ্রামের মৃত মারফুজ হেম্রমের ছেলে জুয়েল হেম্রম (৩৪)

পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে পুলিশ  উপেজেলার তিলনা রোডে শারমিন ফার্মেসীতে অভিযান চালালে ৪৪পিস নেশা জাতীয় টাপেন্টা ট্যাবলেট পায। এসময় হাতে নাতে ফার্মেসীর মালিক আব্দুল জলিলকে আটক করেন।

অপরদিকে  ৮.৫৫ টার দিকে উপজেলার  মন্ডল মোড়স্থ বৌমনী বিউটি পার্লারের সামনে সাপাহার হইতে তিলনাগামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মহাব্বত আলীকে ১৪ পিস টাপেন্টা সহ আটক করেন।

একই দিনে রাত ১২ .৫০ ঘটিকার সময় সাপাহার থানাধীন শিরন্টি ইউপির রায়পুর (বোনাহার দিঘী) গ্রামস্থ জনৈক রাহুল হাসদার  বসতবাড়ীর সদর দরজার সামনের গলি হইতে আসামী জুয়েল হেমরম ১৩ পিস টাপেন্টা সহ  সহ আটক করেন পুলিশ।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।