ঈদের পর কঠোরতর হবে লকডাউন-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২১ | আপডেট: ২:৫৫ অপরাহ্ন, ০৪ মে ২০২৪

পবিত্র ঈদুল আযহার কারনে লকডাউন শিথিল করা হলেও আগামী ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত কঠোর ভাবে পালন করা হবে লকডাউন। এসময় বন্ধ থাকবে গার্মেন্টস শিল্প সহ সকল কলকারখানা িএবং সরকারী ও বেসরকারী অফিস।

শনিবার (১৭ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত ৯৬তম  রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন  এসব কথা বলেন।

তিনি বলেন সরকার দেশের অর্থনীতি ও মুসমানদের ধর্মীয় অনুষ্ঠানের কথা চিন্তা করে লকডাউন শিথিলের সিন্ধান্ত নিযেছে। সব কিছু বিবেচনা করে লকডাউন শিথিল করা হলেও  সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যতদিন পর্যন্ত করোনা ভ্যাকসিন না নিয়েছে ততদিন মুখে মাস্ক ব্যবহার করতে হবে।

প্রতিমন্ত্রি বিজিবির সক্ষমতার প্রসংশা করে বলেন, অতিতের যে কোন সময়ের চেয়ে বিজিবি ৈএখন অনেক শক্তিশালী। বিজিবিকে আরো আধুনিকায়ন করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন চুয়াডাঙ্গায়-৬ বিজিবি দপ্তরে একটি প্রশিক্ষন কেন্দ্র গড়ে তোলা হবে এবং নতুন আরেকটি ব্যাটেলিয়ন সংযুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেন।