গোদাগাড়ীর শীর্ষ নারী মাদক কারবারি মুক্তি র‌্যাবের হাতে গ্রেফতার

মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ০২ জুলাই ২০২১ | আপডেট: ৭:২৬ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে শীর্ষ নারী মাদক কারবারি মুক্তি পারভীনকে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫। সে গোদাগাড়ী পৌরশহরের শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

র‌্যাব-৫ জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী থানাধীন গোপালপুর এলাকায় অপারেশন পরিচালনা করে ৬০০ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল, ১ টি সীমকার্ডসহ তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই নারী মাদক কারবারি দীর্ঘদিন হতে এই ব্যবসার সাথে জড়িত এবং বড় বড় মাদক গডফাদারদের সাথে তার সু-সম্পর্ক রেখে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলো।

এছাড়াও গোদাগাড়ী থানা পুলিশের সাথে সু-সম্পর্ক রেখে মদক ব্যবসা করে অল্পদিনে টাকা পয়সার মালিক হয়েছে বলে এলাকাবাসী জানান। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে র‌্যাব-৫ নিশ্চিত করেন।