পলাশবাড়ীতে লকডাউনের দ্বিতীয় দিনে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫১'শ টাকা জরিমানা

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ০২ জুলাই ২০২১ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

কঠোর লকডাউনের দ্বিতীয়দিন শুক্রবার উপজেলা ও জেলা প্রশাসনের নেতৃত্বে সেনা-র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পৃথক টীমের ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ১২টি মামলায় ৫ হাজার ১'শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদিকসহ অন্যান্য সেনা সদস্য, থানা অফিসার ইনচার্জ মো.মাসুদুর রহমান, এসআই হাসিব ও সঙ্গীয় কনস্টেবলসহ অভিযান পরিচালিত হয়।

এসময় পলাশবাড়ী পৌরশহর, জুনদহ, আমলাগাছী ও কোমরপুর এলাকায় পৃথক ৪টি মামলায় ২ হাজার ৫'শ টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ; গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.লোকমান হোসেনের পৃথক নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব টীমের অভিযানে বিকেলে পৌরশহরের কালীবাড়ী বাজারে পৃথক অভিযানে পৃথক ৮টি মামলায় ২ হাজার ৬'শ টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসনিক টীম এসময় জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের কবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতা উল্লেখ করে সর্বস্তরের সবাইকে ঘরে থাকার পরামর্শসহ সরকারি স্বাস্থবিধি যথাযথ অনুসরনের অনুরোধ জানান।