চিলমারীতে মেধাবী কল্যাণ সংস্থার উদ্দেগে ৪০০টি অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রামপ্রতিনিধি
এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রামপ্রতিনিধি এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রামপ্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২১ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২১

 কুড়িগ্রামের চিলমারীতে মেধাবী কল্যাণ সংস্থার উদ্যেগে ৪০০ টি অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।  

ঈদের ২য় দিনে ৩টি গরু ও ১ টি খাসি কোরবানি দিয়ে চিলমারী উপজেলার  ৪ টি ভেনু, রানীগঞ্জ, পুঁটিমারী+ঠগেরহাট,জোরগাছ এবং  রমনা এলাকার ৪০০টি পরিবারের মাঝে  মাংস বিতরন করেন।

মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি  মোঃ নুরুল আলম বলেন হাজার হাজার পরিবারের মাঝ থেকে আসলে ৪০০ টি পরিবার বের করতে পারা অনেক কষ্টের ব্যপার। তারপরেও কষ্টকে কষ্ট না মনে করে  ৪০০ টি পরিবারের নামের তালিকা তৈরি করেন  আমাদের সংগঠনের সদস্যরা।যাহারা আমাদের সংগঠনের মাধ্যমে চিলমারীর দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অংশ গ্রহণ করতে সহযোগীতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দেওয়া এই সামান্য টুকু সহযোগিতা তাদের  মাঝে পৌঁছে দিতে পেরেছি,।

এতে করে তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে এবং তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। মেধাবী কল্যাণ সংস্থা যেন এভাবে সবসময় মানুষের পাশে থাকতে পারে সে জন্য সকলের আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।