প্রজ্ঞাপন জারির পরই অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ন, ১২ জুলাই ২০২১ | আপডেট: ১১:২০ অপরাহ্ন, ১২ জুলাই ২০২১

চলমান কঠোর লকডাউনের বিধি-নিষেধের মধ্যে সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট। শুধু আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা শর্ত সাপেক্ষে চলাচল করতে পারছেন। আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আটদিন শর্তসাপেক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছে সরকার।

আজ সোমবার (১২ জুলাই) তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এই ৮ দিন অভ্যন্তরীণ ফ্লাইট সবার জন্য চালু থাকবে নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পর। এদিকে বিমানের সব কাজ পরিচালনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মূলত প্রজ্ঞাপনের আশায় বসে আছে আছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  জনেন্দ্র নাথ সরকার গনমাধ্যকে বলেন, ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত কিভাবে বিমান পরিচালনা করা হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রজ্ঞাপন জারির পরই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রজ্ঞাপনে যেভাবে নির্দেশনা আসবে সেভাবেই আমরা সব ফ্লাইট পরিচালনা করবো।