বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জীপ খাদে, নিহত-১, আহত-১৮

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২২ | আপডেট: ১:১৬ অপরাহ্ন, ০৪ মে ২০২৪

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি দৌছড়িতে জীপ গাড়ি খাদে পড়ে ১জন নিহত ১৮জন আহত হয়েছে।

বৃহস্পতিবার(২০ জানুযারি) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষ্যর্শীদের সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের ধর্মেছড়া নামক স্থানে যাত্রীসহ মালবাহী জীপ গাড়ী ব্রেকফেল হয়ে খাদে পড়ে গেলে আবু জাফর(৫৫) নিহত হয়। তিনি পাইনছড়ি এলাকার আবদুল কাদের ছেলে। আহত ১৮জনের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন, পাইনছড়ি গ্রামের নুমা প্রূ(৬০), থোয়াইছিপ্রু(৭০) মঞ্জুর আলম(২০), ধুই মং চিং(২৫) থোয়াইচিং প্রু(২) ছালামত উল্লাহ(২৮), আবদুল মান্নান(২০) দেলওয়ার হোসেন(২১) মংথোয়ািচিং (৫০), মোহাম্মদ আমিন(১৮), রিয়াজুল আলম(৩২), বদি আলম(২১) আরো অনেকে। খবর পেয়ে পাইনছড়ি বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যান। জীপ চালক রবিউল ইসলাম আহত অবস্থায় জঙ্গলের দিকে পালিয়েছে।

এদিকে নাইক্ষ্যংছড়ির উপজেলাা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আহত ১৭জনকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহত ১জনকে পুলিশ উদ্ধার করেছ।

আহতদের মধ্যে ১৭জনকে কক্সবাজার হাসপাতালে অপর ১জনকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।