ঘোড়াঘাটে তথ্যপ্রযুক্তি মাধ্যমে ২ মোবাইল চোর আটক

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২১ | আপডেট: ৩:০৩ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২১

দিনাজপুর ঘোড়াঘাটে  চুরি যাওয়া ৬টি মোবাইল ফোন সহ দুইজন মোবাইল চোরকে আটক করেছে থানা পুলিশ।  

আটককৃতরা হলেন, বড় খলিয়ার মোঃ আঃ হাকিমের ছেলে মোঃ আলামিন (বাটুল)(৩২) এবং ঠাকুর দাস লক্ষীপুরের মৃত ছফিরুদ্দিন এর ছেলে মেহেদী হাসান(৪৮)।তারা উভয়েই খালাসপীর পীরগন্জের।   

ঘটনা সূত্রে জানাযায়, গত ২৫ জুন দিবাগত রাতের কোন এক সময় রাণীগঞ্জ বাজারে অনিক টেলিকম হতে চোররা বিভিন্ন ব্র্যান্ডের ১৯ টি ফোন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হবে।

পরে দোকান মালিক সাইফুল ইসলাম সরকার বাদি হয়ে অজ্ঞাত নামাদের নামে একটি চুরির মামলা দায়ের করলে এসআই জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে চুরির ঘটনার সাথে জড়িত দুই চোর কে আটক করে।পরে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে চুরি হয়ে যাওয়া ১৯ টি ফোনের মধ্যে ৬ টি ফোন উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান,ঘটনার সাথে জড়িত দুই জন কে আটক করা হয়েছে এবং ৬ টি ফোন উদ্ধার করা হয়েছে।আটককৃত দুই জন কে আজ ১৭ জুলাই বিজ্ঞ আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।বাকিদের কেও আটকের জন্য অভিযান অব্যাহত আছেন বলে তিনি জানান।