ধামইরহাটে পুলিশের অভিযানে মোটরসাইকেলে পেন্টাডল বহনকালে দুই মাদক ব্যবসায়ী আটক

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২১ | আপডেট: ১১:২৬ অপরাহ্ন, ০৪ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  মোটরসাইকেল যোগে পেন্টাডল বহনকালে ধামইরহাট-ফতেপুর সড়কে তাদের আটক করা হয়।
ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আবদুল মমিনের নেতৃত্বে থানার  চৌকশ পুলিশ অফিসার এস.আই মাসুদ রানা সহ সঙ্গীয় ফোর্স ২৭ আগস্ট শুক্রবার সকালে ১০ টার দিকে ফতেপুর এলাকার চকবদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩০ পিস পেন্টাডলসহ লক্ষীতারা গ্রামের ফয়জুল হকের ছেলে হারুন অর রশিদ (৩৮) ও  শাহাদত হোসেনের ছেলে মো. ফিরোজ (৪০) কে হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের শুক্রবার দুপুরে মাদকের মামলায় নওগাঁ কোর্টে চালান করা হয়েছে।


ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, ‘মাননীয় নওগাঁ পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ধামইরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান আছে, মাদক ব্যবসায়ীরা পথচারী, মোটরসাইকেল আরোহী ও পরিবহনের যাত্রী বেশে মাদক বহন করছে, এমন তথ্যের ভিত্তিতেই এই অভিযান অব্যাহত রেখেছি, যা চলমান থাকবে।’