গভীর রাতে শীতার্ত অসহায় মানুষের পাশে সাপাহার থানার ওসি

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২২ | আপডেট: ৬:২৯ অপরাহ্ন, ০৪ মে ২০২৪

নওগাঁর সাপাহারে গভীর রাতে বাজারে নিজ দায়িত্বে নিয়োজিত নৈশ প্রহরী ও অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার।

শনিবার দিবাগত মধ্যে রাতে সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। ওই রাতে তিনি সদরের জিরোপয়েন্ট, বাসস্ট্যান্ড, হাসপাতাল মোড় সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষ ও বাজারে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৈশ প্রহরীদের মাঝে নিজস্ব অর্থায়নে প্রায় অর্ধশত কম্বল বিতরণ করেন। প্রচন্ড শীতের মাঝে ছিন্নমুল অসহায় লোকজন কম্বল পেয়ে তারা ভীষণ খুশি।

ওসি তারেকুর রহমান সরকার বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি তাই মানবিক কারনে নিজস্ব প্রচেষ্টায় থানা পুলিশের পক্ষ থেকে ওই অর্ধশত শীতার্ত মানুষের মাঝে কম্বল গুলো দিতে পেরেছি প্রচন্ড শীতের মধ্যে রাতের বেলা দায়িত্ব রত নিরাপত্তা প্রহরী ও ছিন্নমুল মানুষ শীতে অনেক কষ্ট করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই আমি রাতের বেলা বের হয়েছিলাম।

শীতবস্ত্র কম্বল বিতরনের সময় সাপাহার থানা পুলিশের এস আই, এ এস আই গণ,পুলিশ সদস্যগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন